Knowledgebase

There Has Been a Critical Error on This Website - সমস্যা টির সমাধান করবো কি করে? Print

  • 0

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর একটি কমন সমস্যা হলো There Has Been a Critical Error on This Website।  প্রায়শই আমাদের ওয়েবসাইটে এটা শো করে যেটা কোনো ভাবেই আমরা সমাধান করতে পারি না।  আজ আমি আপনাকে শিখবো কিভাবে There Has Been a Critical Error on This Website সমস্যা টির সমাধান করতে হয়।

চলুন শুরু করা যাকঃ

 

এই সমস্যা টি সমাধান করার জন্য একাধিক উপায় আছে তবে আমি আপনাকে সবচেয়ে সহজ উপায়টি সম্পর্কে জানাবো।

 

প্রথমে আপনার CPanel এ লগইন করবেন। তারপর নিচের দিকে Select PHP Version নামে একটি অপশন পাবেন। সেখানে গিয়ে আপনাকে লেটেস্ট PHP ভার্সন অথবা বর্তমানে যেটা আছে তার থেকে আপডেট ভার্সন টা সিলেক্ট করে দিতে হবে।

 

ব্যাস,আপনার কাজ শেষ।

শুধু এটা করলেই আপনার ওয়েবসাইট ঠিক হয়ে যাবে।


Was this answer helpful?

Related Articles

কিভাবে Deceptive Site Ahead সমস্যা টি সমাধান করা যায় Deceptive Site Ahead! আমরা অনেক সময় আমাদের বা অন্য কারোর সাইটে এই সতর্ক বার্তা দেখি, এর মানে হল... নেইমসার্ভার আপডেট হয়েছে কিনা বুঝবো কিভাবে? আমাদরে অনেক সময় ডোমেইন এর নেইমসার্ভার পরিবর্তন করার প্রয়োজন পড়ে কিন্তু নেইমসার্ভার আপডেট হয়েছে... কিভাবে ক্লাউডফ্লায়ার এ ডোমেইন এড করতে হয়? Cloudflare হলো জনপ্রিয় একটি CDN কম্পানি। যেখানে আপনার ডোমেইন টি এড করে ফ্রি CDN সহ আরো অনেক... কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় (How To Install Wordpress) বিডিহোস্ট২৪ থেকে হোস্টিং কিনে তাতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন... This Site Can't Be Reached - এর সমাধান কি? আপনার ডিভাইসে সাইট না আসার কিছু কারণ থাকতে পারে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।   ১/ প্রথমে চেক...
« Back